কৃষ্ণ কৃষ্ণ বলে রাধা-
যৌবনের খোয়াইলা আধা
কৃষ্ণ ফিরা চাইলো না তোমার
রাধা-
গোকুলে যাইওনা তুমি আর।


শ্যামের বাঁশি যদি তোমায় ডাকে
পাসরিও পরাণটাকে-
বুকের ব্যথা বুকেই থাকে
যেমন নদী যমুনার।।


কুলের মুখে আর দিও না কালি
পরজনমে হইও মালি
যদি প্রেমের নৌকা বাইলা খালি
কিনারা পাইলানা তার।।


================
শ্রেণি : আধুনিক গান
৩০আগষ্ট১৯৯৮, তাইপে, তাইওয়ান।