যত করো ছল চাতুরী-
জাড়িজুড়ি বাহাদুরী
ও বাবু! ও বাবু! ও বাবু
থাকবে কদিন ভবে?
এ রঙ্গ রসের হাঁড়ি
যাবে তো সবই ছাড়ি
আকড়ে ধরে-
কি লাভ বলো তবে!


নিয়ে বলো হয় কি লাভ-
মানুষের অভিসাপ
সময় গেলে সাধন বৃথা,
যত করো অনুতাপ
আসবে সমন বেঁধে নিবে
জানা তো নাই কবে!!


ভুলে ভেদ  উচু নীচু-
করে যাও ভালো কিছু
এখনো সময় আছে-
ছেড়ে দাও পাপের পিছু
পাপের ঘড়া পূর্ণ হলেই
ডুবতে তোমার হবে!!


----------------------
শ্রেনি : আধুনিক গান
রচনাকাল : ১৭ আগষ্ট ২০২২