জীবনের পথ বড়ই আঁকাবাঁকা
কখনও হাঁটবে কখনও থামবে
কখনও উঠবে কখনও নামবে
একই ভাবে ধরে যায় না থাকা।।


হোক সে পথ আঁকাবাঁকা যত
এগিয়ে যেতে হবে, লক্ষ্য রেখে ঠিক মত
তবেই জীবনে
জিতে যাবে রণে
এই কথা শুধু মনে রাখা।।


আসবে বাধা যে কত শত
বুকে সাহস রেখে, সামনে যাবে অবিরত
দুখের পরে সুখ
দেখাবে হাসিমুখ
জীবন হবে যে মধুমাখা।।


=====================
শ্রেণি : আধুনিক গান
রচনাকাল : ০৪ ফেব্রুয়ারি ২০২৪
লালমনিরহাট।