জীবন আমার ধুধু বালুচর
নেই প্রেম নেই আশা
নেই কোন ভালোবাসা
আছে শুধু বেদনার ঝড়।।


আমার খবর কেউ রাখেনা
আশার প্রদীপ জ্বেলে
সজল নয়ন মেলে
আমার প্রতীক্ষায়ও থাকেনা
একা আমি, একাকী...
সকলেই হয়ে গেছে পর।।


ভুলগুলো ফুল হয়ে ফোটেনা
আমার আঁধার ঘরে
সহসাই আলো করে
প্রভাতের দিনমণি ওঠে না।
প্রগাঢ় তিমিরেই...
ধুকে ধুকে গুনছি প্রহর।।
================
আধুনিক গান
রচনাকাল ০১ অক্টোবর ২০২৩, লালমনিরহাট।