এই দেহ-পিঞ্জর,
বানাইলা কোন কারিগর
ভেদ-পরিচয় তোমার পাইলাম না
দিয়া সব মালামাল
হইলা যে আড়াল
কেমন কইরা পাইবো তোমার দরশন?
পাগল হইয়াছে আমার মন।।


তুমি বড়ো যাদুকর, যাদুরই জালে
জড়াইয়াছো আমায় যৌবনের কালে
কি যে তারই টান
যায় বুঝি পরাণ
তুমি বিনে কে বাঁচাবে আমায় এখন!!


ছাড়িলাম বাপ ও ভাই, পুত্র পরিবার
মায়ার সব বন্ধন- ছাড়িলাম সংসার
ঘুরি দেশে দেশে
পাগলের বেশে
তোমায় খুঁজি দয়াল গো সারাটি ক্ষণ!!


====================
০১ মার্চ ১৯৯৭, তাইচুং তাইওয়ান।।