ঘুম নেই দু’চোখে, চারপাশে নিঝ্ঝুম রাত!
বেদনার মেঘগুলো বিরহের নোনাজলে-
এঁকে দেয় অপূর্ণ সাধ!
সারাক্ষণ ভাবি এই তুমি নেই, কিছু নেই,
এ জীবন আঁধারের ফাঁদ।।


ভালবাসা সেতো এক অ-সুখের জলছবি
কেন তারে মিছেমিছি আঁকলাম
কোন কিছু না বুঝে
কেন তারে বুকে আমি রাখলাম।
বোঝা তো উচিত ছিল হাত বাড়ালেই
কখনো যায়না ছোঁয়া আকাশের চাঁদ।।


মানলাম যত ভুল সবই ছিল এই আমার
তুমি কোন কিছুতে দোষী নও
যেখানেই যত দূরে
তুমি যেন সর্বদা সুখে রও।
আমায় ভেবোনা তুমি ভুল করে কখনও
হয় যদি এজীবন হোক বরবাদ।।


=====================
২২ মার্চ ২০২৩, লালমনিরহাট