ফাঁদ বসাইছে ফাঁদের কারিগর
আমি অন্ধ- কপাল মন্দ
পইরা ফাঁদে করি যে ধরফর।।


বুদ্ধি রামের বুদ্ধি মাথায় রাস্তা দিয়া যায়
বিবেক আলী ডাইকা তারে কুশল কি সুধায়
(ওরে) মন মহাজন হিসেব করে-
চাঁদে গিয়ে বাঁধবে ঘর।।


আতর গোলাপ চন্দন দিয়া গন্ধ করি দূর
অন্তরটা রয় চাঁপা লাশের গন্ধে-তে ভরপুর
(ওরে) দেহের আগে মন কর সাফ
শহীদ বলে-  নিরন্তর।।


# ৩১ ডিসেম্বর ২০২১, লালমনিরহাট।