একনা প্রেমের ভাও দিয়া
বানালু মোক বাউদিয়া
ঐ চেংড়ি তোর ভালে হবার নয়;
ঘুরালু মোক টারী টারী
কাইনচাবাড়ি ছইনচাবাড়ি
পাড়ার লোকে কত্ত কথা কয়।।


আগৎ কতই আচনু ভাল্
পিড়িত করি হইচে কাল্
তুই চেংড়িটা করিলু নয়-ছয়,
জমিরালির ব্যাটাক দিয়া
আগন মাসত্ তোরে বিয়া
মোক ডাকেয়া ভাবী কইলে, হয়?


ফান্দোতে ফেলেয়া মোক
বাছিয়া নিলু অন্য লোক
প্রেম করিয়া বাপক্ করলু ভয়,
ভয় পাদুড়ি এতই ছিলু
ক্যানেরে মোর মনটা নিলু
এইগলা জ্বালা প্রাণে কি আর সয়!


রচনাকাল : ০৭ আগষ্ট ২০২৩, লালমনিরহাট।