ঘাল্লাউ ঘাল্লাউ না করিস, তোর
মুরদ আছে জানা-
আকাত্ হাঁড়ি চড়ে না,  তোর-
চলন বাবুআনা।।


মাইনষে-জনে কয়া বেড়াইস
লাটের ব্যাটা তুই
জমি-জমা কোনটেরে তোর?
চাঁন্দোত নাকি ভুঁই?
এলের জমিত্ ডেড়া একনা
তুলি থাকলু টানা।।


তুই তো এটে গোল্লিপ ফুকাইস
ফুটানী না ধরে
ঐদিকে তোর মাওকোনা যে-
চাতালে কাম করে!
চোখ থাকিতে বাপকোনা তোর
ভিক্ষুক সাজে কানা।।


------------------------------------------
শ্রেণি : ভাওয়াইয়া গান
রচনাকাল : ১২ আগষ্ট ২০২৩, লালমনিরহাট।।