আউলা বাতাস
বাউলা করে মন
বন্ধুরে তোর-
আসতে কতক্ষণ?


তোর বিরহে
পুড়ে হলাম ছাই
এমন জ্বলন জ্বলছি আমি
অষুধ কোথা পাই?
বন পুড়িলে সবাই দেখে
দেখে নারে মন।।


তোর কি বন্ধু
দয়া মায়া নাই?
একলা আমি অথৈ জলে
হাবু-ডুবু  খাই!
তোর ভরসায় আছি আমি
ওরে মানিক ধন!!


-----------------------
শ্রেণি : পল্লীগীতি গান
রচনাকাল : ১২ আগষ্ট ২০১৬, লালমনিরহাট।