ওরে এই দুনিয়ার মানুষ বড়ো স্বার্থপর,
স্বার্থ ফোরালে তারা ভাঙ্গতে পারে সুখের ঘর।।


হাসি খুশি রসিক সুজন ঐ  মুখে ভরা মধু
অন্তরে তার বিষের নালী গো তিলে তিলে মারে
মুখ দেখে যায়না চেনা কে আপন কে-বা পর।।


সুজন দেখে হয়না সুজন কি আজব তারা
যার কারণে জ্বলে আগুন যায়না সে তু ধরা
কারে আমি বাসবো ভালো এই মনে লাগে ডর।।