মাগো তুমি জান্নাত আমার
আমার নয়নমণি
দো-জা হানে তুমি আমার
অথৈ সুখের খনি।।


কে-বা আছে তোমার মতো
এই'না জগৎ জুড়ে,
দুঃখ হলে কষ্ট পেলে
থাকে বিষাদ পুরে।
কতো কষ্ট করো মাগো
এই'না আমার জন্য,
মাগো আমি তোমায় পেয়ে
ধন্য বড় ধন্য।
তুমি আমার সাত-রাজা'র ধন
আমি বড় ধনী।।


দশ মাস দশদিন রাখলে মাগো
তোমার গর্ভ বাড়ি,
কষ্ট কতো দিলাম আমি
আসতে জগৎ পারি।
আজো তুমি কষ্ট করো
কেমন পাষাণ আমি
মায়ের কষ্টে আরশ কাঁপে
বলে অন্ত যামী
মায়ের মনে কষ্ট দিলে
ছাড়বে নাতো শনি।।