মরমী গান।ছন্দ স্বরবৃত্ত ৪/৪/২
নিত্যানন্দ রায়।


তুই যে আমার সুখের ঘরের
পূর্ন চান্দের আলো।
যায়না মুখে বলা তোকে
বাসি কত ভালো।।


বধু সেজে এসেছিলে
যেদিন আমার ঘরে।
অজানা এক সুখে হৃদয়
গিয়েছিল ভরে।
ও তুই, দুরে গেলে হয়ে যাবে
জিবন আধার কালো।।


তুই ছারা যে ভুবনে আমার
আপন কেহ আর নাই।
তোর কারণে হাসি আমি
ব্যাথা পেলে দুঃখ পাই।
যেদিন থেকে মনের সাথে
আমার মন মেশালো।।


তোমার আমার মরণ যেন
একই দিনেতে হয়।
এক মাটিতে করবো বসত
মোরা সেদিন নিস্চয়।
বিধি,নিতাই করে এ মিনতি
মনেতে প্রেম ঢালো।।