মরমী গান।ছন্দ স্বরবৃত্ত।৪/৪/১
নিত্যানন্দ রায়।


আমার,কালার মত দরদী কেউ নাই
ও সই তোরে কেমনে বোঝাই।।


আপন আমার কেউ হলো না
মনের দুঃখ কেউ বুঝল না।
তার বিহনে বাঁচি কেমনে
জ্বলে পুড়ে আমি হইলাম ছাই।।


পাগলিনী কালার প্রেমে
তার বেধেছি হৃদয় ফ্রেমে।
সর্ব অঙ্গে তারি বসত
সবখানে যে তারে দেখতে পাই।।


আট কুটুরির জেলে বন্ধি
নিত্য করি ব্যাবাক ফন্দি।
সকল চাওয়া পূরণ হবে
একবার যদি তারে পায় নিতাই।।