হাওয়ায় হাওয়ায় মন উড়ে যায়,
চুলের সুবাশ নিতে গায়।
যেন ফুলের গন্ধয় কিছু নাইরে,
প্রিয়ার চুলে যা পাই রে।
ঝাগরা চুলে যে ঘ্রান খুজে পায়।।


আমার মনের ভিতর বাইরে,
প্রিয়া ছারা কিছু নাইরে।
পরবো না আর কারো প্রেমে,
কভু হাওয়া যদি যায় রে থেমে।
মনের যত সাধ চুলেতে চায়।।


মন মাতানো সুরে সুরে
কে যেন ডাকে দুরে,
সুরের খেয়ায় ভাসবো না হায়।
যদি উল্টা বাতাশ কখন বায়।।


কেশ ছড়িয়ে চায় প্রিয়া যেদিক পানে,
মাতাল ভ্রমর কয় কথা কানে কানে
পাগলা হওয়া তখন সেদিকে ধায়।।