এই দেশ আমাদের স্বাধীন বাঙালিরা ছিল পরাধীন
তাই সবকিছু রঙিন  
নবজাতক শিশু যারা সেজেছে মুক্তিযুদ্ধ তারা।আনন্দের জোয়ারে ভাসছে ঢোল বাজে তাধিন তাধিন 
বাজছে বাজছে বাজছে সানাই আনন্দের আর নাই সীমা নাই 
স্বাধীনতার সুখ পেয়েছি আমরা জাতির পিতার কাছে ঋণ 
স্বাধীনতার কষ্ট করেছে যারা 
সেই অনুভূতি দেয়জে সারা
তাদের কথা মনে রাখব ভুলবো না কোনদিন
