সোনালী মেঘের দিন ডাকে আয়
সোনার আলোয় মন ছুঁয়ে যায়
আকাশ দিয়েছে ধরা
আজ আমার আঁখিরো পাতায় ।।


মনে হয় শুনি বার বার
ফুল বলে আমি যে, আমি যে তোমার
সারাবেলা ভাসি আমি
দূরে দূরে সুরেরো খেয়ায় ।।


নতুন নতুন কোন লেগেছে দোলা
স্বপন হরিণ তাই স্বপ্ন ভোলা ।


কীযে আজ হলো সারাক্ষণ
খান গায় কেনো যে, কেনো যে এ মন
সবই যেন ভালো লাগে
ছায়া ঘেরা সাঁঝেরো মায়ায় ।।