অনেক চেনা মুখ আরতো দেখতে পাবো না
অনেক পায়ের সেই চেনা শব্দ
আর কখনো শুনবো না ।।


এই পথ তবু পড়ে থাকবে
শাখায় শাখায় পাখি ডাকবে
আকাশ মেঘের ছবি আঁকবে
বাতাস করবে আনাগোনা ।।


কতজন মিলে সেই হাসলাম
ভালোবাসলাম
কতো গল্পে গানে কাছে থেকে
আরো কাছে আসলাম ।


সামনে দু'চোখ যেই তুলবো
নানান স্মৃতির দ্বার খুলবো
কি করে সে দিনগুলো ভুলবো
জানাবার কেউ তো রইলো না ।।