ও বন্ধু পরাণো বিহঙ্গ কাঁদে রে
বেশ তো ছিলো একা হঠাৎ কেনো ইচ্ছে করে
পড়লো প্রেমের ফাঁদে ।।


কোন সে রূপের বিহঙ্গীনির টানে
পাতায় ঘেরা নীড়ে
হারিয়ে গেলো কোন ফাগুনের ভীড়ে
আপনাকে আর পাইনি খুঁজে ফিরে
ভালোবাসার অপরাধে ।।


খোলা আকাশ কোথায় গেলো
ছোট্ট থেকে জানা
সোনা রোদের সোনা মাখা
উধাও দুটি ডানা ।


আজকে যে তার চৈতী মাসের গানে
একটু ব্যাথার নীড়ে
দুলছে স্বপন দুই নয়নের তীরে
বোঝালে মন বুঝতে সে চায় কি রে
কেমন যেন অবসাদে ।।