মনোবীণা বাজে, বাজে গো
মনোবীণা বাজে
আজি কাহারে পেয়ে কাছে
সুরভী সুধা ভরা মাধবী রাতে ।।


গোপন অনুরাগে
পুলক দোলা লাগে
গোপন মায়া ঝরে আবেশে আঁখি পাতে ।।


জ্বালালে এমন তৃষা
মিলনো দ্বীপো শিখা
হিয়া যে সুরে সুরে গানেরই মালা গাঁথে ।।