এ গানে আমার জীবনের গীতিকাব্য লেখা থাকবে
লেখা থাকবে চিরদিনই মনে রাখবে ।।
ঝড়কে আমি যে করেছি আমার দোলনা
আগুন জ্বালানো উল্কা আমার খেলনা
জলপ্রপাত আমায় গল্প বলতো
আজো বলছে ওরা জ্বলছে
আজো বলছে দুলে দুলে ওরা চলছে ।।
বজ্র আমায় শেখালো যে কথা বলতে
মরু প্রান্তর শেখালো যে পথ চলতে
উদ্যম বনো হংসিরা পাখা মেলতো
ওরা চাইতে আমি তাইতে
ওরা চাইতে শিখি আমি গান গাইতে ।
পাহাড়ে পাহাড়ে তুষার যেখানে গলতো
প্রতিধ্বনিতে আমারই যে নাম বলতো
মেঘেরই মিনারে সাগর কিনারে
তারা ফিরে আসবে ভালোবাসবে
ফিরে আসবে ভালোবেসে ভালোবাসবে ।।