দু'জনার ছোট্ট কাহিনী
শেষ হলো এভাবেই তো
যা পেলেও পেতে পারতাম
হারালাম শুরুতেই তো ।।


কি করে বুঝবো বলো না
তোমার ও ব্যথাটা শুধুই তোমার ছলনা
বড় দেরি হয়ে গিয়েছে
আর ফেরার উপায় নেই তো ।।


প্রদীপের শিখা সয়েছো
কেনো শিখা তার মেলে ধরো নি
বুকে শুধু ব্যথা বয়েছো
কেনো কান্নায় ভেঙে পড়ো নি ।


মন যা বলতে চেয়েছে
মিছেই দ্বিধায় দ্বিধায় বাঁধাই শুধু পেয়েছে
বিনা কারণেরই ভুলটা
তাই ঘুচলো না কিছুতেই তো ।।