বদনাম হবে জেনেও তবু ভালোবেসে ছিলাম
যার মুখ দেখে কলঙ্ক হোক না তাও এসে ছিলাম ।।


কোয়েল বসন্তে না গেয়ে গান থাকতে পারে কি
শুনলে নূপুর বাঁশিকে নিরব রাখতে পারে কি
যৌবন হলো সাগর তারই দোলায় ভেসে ছিলাম ।।


এই প্রেমের ফুল যদি চাই
কাঁটাকে আর ভয় কি পাই
তোমরা মিথ্যা যাকে ভাবছো তাকে
সত্যি করে যাই ।


যায় যা হারিয়ে আর কখনো ফিরবে না সে তো
যদি যায় তরী ডুবে তীরে আর ভিরবে না সে তো
আমি কান্নাকে ভালোবেসে সেদিন হেসে ছিলাম ।।