তোমায় দেখেছি পাখিদের মুখে একটি ভোরের কাছে
শিশির ফোঁটায় টুপটাপ যেনো সবুজ ঘাসের পাশে,
দেখেছি তোমায় যে মাতৃভূমির একটি বাংলাদেশে।
যখন নদীতে ঢেউ খেলে যায় চোখেই হঠাৎ হঠাৎ
নীলের আকাশ ভাঙাচোরা হয়ে দেখায় মেঘের বরাত
তাই সাথে যার প্রজাপতি মেলা সরা বিকেলেই মেশে...।
তোমায় দেখেছি বিশ্ব কাপের ক্রিকেট খেলার মাঠে।
তোমার জয়ের আনন্দ ঢেউ গ্যালারি বা টিভির পাটে।
সবুজ বাগিচা মাঠ ভরা ধানে, ফসলের হাসি মুখে,
তোমাকে দেখেছি জয় বাংলার মুক্তির অভিমুখে।
পুব দিগন্তে সূর্য উঠার শহীদ রক্তে বেশে
পাহাড় নদীর বন্ধনে এক প্রকৃতির অপরূপ,
তোমায় দেখেছি হৃদয়ের কাছে শান্ত রাতেই খুব।
মাঠঘাট আর প্রকৃতির ছায়া আজ ভালোবেসে,