চলে যাবে যদি রাখব কিভাবে আমার উপায়
আমিও বুঝেছি মনের বাধঁনে
তার বাধা পড়ে নায়,


প্রথম যেভাবে শুরু হয়ে ছিলো সেই স্মৃতি কথা,
ভাবিনি কখনো হবে এলোমেলো আজি নিরবতা
পুরাতন প্রেম এমনি করেই তবে কি হারায়?


চলে যাবে যদি আসলেই কেন ভাঙতে আমায়
চাইলে পারতে এই ভাঙনের করতে জোড়ায়
অনেক করেই চেয়েছি তোমায় অনেক- করে
পেয়েছি তোমায় যতটা সাধ্য আমাকেই ধরে
এক জীবনেই বার বার কারো
মন বদলানো যায়?


এরচেয়ে আরো বেশি কঠোরেই কেউ থেকে যায়,
যার মনে বলে একবার যাকে ধরেছে হৃদয়,
সে কি কখেনোই তবে ছেড়ে যায়,


ভালোবাসা হলে শত শত ভুল ক্ষমা করা যায়
তার আত্নীয় করেনা হৃদয়,