ভালোবাসা কারো সয়
কারো নাকি সয়না
তোমার আমার মতো এমনি জীবন
কেন কারো হয় না ।।
আমি যাবো না দূরে যাবো না কোনোদিন
চোখের তারায় রবো স্মৃতি অমলিন
না যেতে দেবো না, যেতে দেবো না কোনোদিন
তুমি ছাড়া আমি সঙ্গী বিহীন
তুমি আর আমি মিলে দু'জনে
মেতে আছি স্বপ্নের কূজনে
যেনো ঐ ক্ষণ হারায় না ।।
ভুলে যেওনা, ভুলে যেওনা কোনোদিন
সুরের আবেশে বাঁধা মিলনের বীণ
না ভুলে যাবো না, ভুলে যাবো না কোনোদিন
আমায় ভালোবাসে দিয়েছো যে ঋণ
আর যেনো নেই কোনো ভাবোনা
এর চেয়ে বেশি কিছু চাবো না
যেনো এ সুখ ফুরায় না ।।