ভালোবাসা দিয়ে মোরে এতো সুখ দিয়েছো
চাই না আর কিছু চাই না
যা পেয়েছি তা যেন হারাই না ।।


কি হতো সাজিয়ে পালং
তাজা ফুলের ঝালর দিয়ে
কি হতো পান্না হীরার
জড়োয়ায় গা সাজিয়ে
বেনারসীর আঁচল দিয়ে
ঘুমটা টেনে কি হতো
তুমি যদি ঘুমটা খানি খুলতে না ।।


কি হতো স্বপ্ন পুরীর
ভালোবাসার প্রাসাদ গড়ে
কি হতো প্রেমের মুকুট
কোহিনূর মাথায় পড়ে
আমার এই ফুলের বনে
ফাগুন এসে কি হতো
তুমি যদি ভ্রমর হয়ে আসতে না ।।