তুমি যদি বলে দিতে
কি বলে তোমায় করবো সম্বোধন
মুক্তি পেতো হয়তো আমার
লজ্জা ঢাকা মন ।।


তুমি তো শুধু চেয়েছো আমার
অনেক খবর ওগো জানতে
তোমার কথা লেখো নি কিছুই
তোমার চিঠির এই প্রান্তে
পথ চেয়ে যেতো শুধু
তন্দ্রা হারা দু'নয়ন ।।


এমনো যে হয়ে যায়
এমনো যে হতে পারে
এ কথা শিখেছি সাজালে যখন
গানের অলঙ্কারে ।


দেবার মতো একটি খবর
শুধু আমার ওগো এই তো
তুমি যেন তবু তুমি নাই
আমার কাছে তুমি  নেই তো
অনুভবে জাগে শুধু
চঞ্চলতা অনুক্ষণ ।।