তুমি আসবে এই লগনে
মোর ভীরু দু'নয়ন
কেঁপে কেঁপে আজ এই নিরালায়
জানিনা কোন সে লজ্জায় ।।
হাতেরই কাঁকন করে উন্মন
আপন আপন সুরে
প্রতিটি প্রহর এই অন্তর
নিরব মায়ায় ভরে
তাই যেন আজ কাজ ভোলা কাজ
আমারে জড়াতে বারে বারে শুধু চায় ।।
শুনে গুনগুন এলো ফাল্গুন
আলো জাগা মনে
কিভাবে কি হয় কীযে হয়ে যায়
প্রতি ক্ষণে ক্ষণে
আমি যেন তাই এ আমিতে নাই
কে তুমি এসেছো জীবনেরও মোহনায় ।।