তোমারে পেয়েছি আমি
হাজার বছর পরে
কতো না জনম পেরিয়ে এসে
আবার নতুন করে
তুমি আর যেওনা ।।


তুমি যে প্রাণের ছবি
তুমি যে গানের কবি
সেকি তুমি জানো না
সুরে বেঁধেছো আমার বীণা ।।


সময় হারিয়ে গেছে
প্রেম তো তেমনি আছে
ওগো মোর সাধনা
শত জনম জনমে চেনা ।।