তোমার মনের দরজায় এসে
দাঁড়িয়ে ছিলাম একদিন
তুমি ডাকো নি মনে পড়ে কি?
মনে পড়ে বন্ধ ঘরের জানালা খুলে সেই দিন
চেয়ে থেকেছি তুমি দ্যাখোনি, তুমি জানোনি ।।
লাল পাড় শাড়ি লাল টিপ পড়ে
এলো চুলে বসে আছো একা ঘরে
এ সময় কাছে পেলে তোমায় ভালোবাসতাম
তোমার মনের রঙে যখন শিমুল হয়ে আমি সেধেছি
আমি তোমারই, আমি তোমারই, শুধু তোমারই ।।
এতো ভালোবাসা তবু ভয় হয়
ছেড়ে চলে যাবে কি এই সংশয়
কথা দাও চোখ ছুঁয়ে বন্ধু তুমি যে আমার
পলাশ শিমুল একটি বনে জেগে রবো চিরদিন
মনে রবে কি সেই তুমি আমি পলাশ শিমুল ।।