তোমাদের সভায় আমার এ গান
হয়তো বেমানান হবে
নাম হারা ফুল প্রাসাদ কাননে
ঠাঁই পেয়েছে কবে ।।
রাজপ্রাসাদের রঙমহলে
সুর ভুলেছে গান
অনেক আলোর ঝলকানিতে
হারিয়ে গেছে তার প্রাণ
অন্ধ গলির আঁধার এসে
মূল্য পেয়েছে এ উৎসবে ।।
তোমাদের ওই হাতের মুঠোয়
সুখ হয়েছে বন্দী
আমরা শুধু করে গেলাম
দুখের সাথে এক সন্ধি ।
রাত্রি দিনের এই যে প্রভেদ
শেষ হবে কখন
বারে বারে প্রশ্ন করে
অশ্রু ভেজা এই মন
অপমানে সবার সমান
তোমাদেরও যে হতে হবে ।।