তারে ও বলে দে রে, সে যেনো আসে না কাছে
নানান কথা লোকে বলবে পাছে
তারে ও বলে দে রে, সে যেনো আসে গো কাছে
অনেক কথা আমার বলার আছে ।।
লোভ ছাড়া থাকে না লক্ষ্মী অলি
যখন ফোটে বনে ফুলের কলি
যে দেশে ভ্রোমরা আর কোথাও উড়ে যা
মধু দেবো না, জ্বালা নেবো না বিনা কাজে ।।
হাত দুটি বাড়ালে মন যে পাবে
কেনো আর ছলনায় দূরে যাবে
ছলনা সেতো নয়, শুধু যে মনে হয়
এতো ভাবোনা আগে ছিলো না মনো মাঝে ।।