সুখের এই মরণ ফাঁসি কে দিলো আমায়
এ হৃদয় জ্বলে পুড়ে, শেষ হতে চায় ।।


দাঁড়িয়ে যে ছিলাম আমি সুখের আড়ালে
ও কতো যুগ ধরে
হারিয়ে তে গেলাম আবার সুখের অতলে
ও কতো যুগ পরে
এ হৃদয় জ্বলে পুড়ে, শেষ হতে চায় ।।


হঠাৎ আলোর ঝলক দেখে অন্ধ হলাম
ও কি হবে এখন
জীবন ফিরে পেয়ে আবার সবই তো পেলাম
ও আসুক না মরণ
এ হৃদয় জ্বলে পুড়ে, শেষ হতে চায় ।।