সুখে থাকো চিরদিন
তোমরা সুখে থাকো চিরকাল
দোয়া করি মোদের মতো যেন
হয়না কারো কপাল ।।


ক্ষুধার জ্বালায় ব্যাকুল হয়ে
দ্বারে দ্বারে যাই
এই বয়সে বাপ হারালাম
ভাইও কাছে নাই
অভাগিনী মাকে ধরে
পথে পথে বেড়াই ঘুরে
ভাগ্য দোষে হইলাম মোরা
পথেরই জঞ্জাল ।।


সহায় সম্বল কিছুই তো নাই,
নাই যে কোনো ঠাঁই
চারিদিকে আঁধার দেখি
কোথায় বলো যাই
ভাবি নাই তো হাত পেতে
বাঁচতে হবে দুনিয়াতে
কে ধরিবে জনম দুখীর
এ যে ভাঙা হাল ।।