সবাই বলো মা? মা
মায়ের দাম কি হয়? না
পৃথিবীতে মায়ের নেই তুলনা
মাগো তোমার নেই তুলনা ।।


প্রতি রাতে আদর করে
ঘুম পাড়ায় কে? বলো, বলো?
কচি মুখে চুমু খেয়ে
ঘুম ভাঙায় কে? বলো বলো?
সেই মায়েরে বড় হয়ে ভুলে যেওনা ।।


রুগ্ন শিশুর পাশে বসে
প্রহর গোনে কে ? বলো, বলো?
ভালো মন্দ কিছু হলে
আগে জানে কে? বলো, বলো?
সেই মায়েরে ভুলেও কভু দুঃখ দিওনা ।।