সবাই বলে বয়স বাড়ে
আমি বলি কমে রে
এই, মাটির ঘরটা খাইলো ঘুনে
প্রতি দমে দমে রে ।।


পত্ত নিয়া মজে রইলাম
সত্য চিনলাম না
দু'হাত দিয়া নাও ধরিলাম
মানিক চিনলাম না
আমি, তার কাছে কি বলবো গিয়া
কিবা গেলাম সঙ্গে লইয়া রে
শুধু ঘুরলাম ফিরলাম খাইলাম দাইলাম
একি মতির ভ্রমে রে ।।


কবিলদারি কইরা নিজেই
হইলাম মহাজন
নিক্তি দিয়া অন্তরটারে
করলাম না ওজন
আমি, বাত্তি ছাড়া ঐ কবরে
ক্যামনে যামু হিসাব করে রে
শুধু খাটবি হইয়া পাপের বোঝা
রইবোই শুধু জমে রে ।।