স্বপ্ন যেনো এতদিনে সত্যি হলো
মনে যতো আশা ছিলো পূর্ণ হলো
আজ আমি কতো ওগো ভাগ্যবতী
পেয়েছি তোমার মতো চির সাথী ।।


আমারই নিঃশ্বাসে সুরভী তোমার
জানি গো জানি সে ভালোবাসার
তোমারই কথা বাতাসে ভাসে
রবে গো রবে তা জীবনো শেষে
এই প্রাণে ওই প্রাণ মিশে যে গেলো
লজ্জা যেনো আজ ওগো আড়াল হলো ।।


সপেছি এই প্রাণ তোমারই পায়ে
রেখেছি সেই মন মনেরই ছায়ে
তোমারই ছবি আঁকা দুটি চোখে
দিও না মুছে ওগো তুমি তাকে
প্রেমেরো হাজার দ্বীপ জ্বেলো গো জ্বেলো
জেগে রবে চিরদিন প্রেমেরো আলো ।।