শোনো প্রেমের ভাষা নাই
বুঝতে পারে না কেহ তাই
ইলোরা সিঁড়িতে নেমে
সহসা গিয়েছি থেমে
কতো ছবি, কতো কবি
অদেখা আখরে লিখেছে পাথরে গান ।।


সাগরে সে যে দেখে
ঝিনুকে ঝিনুকে হাসি
কতো না নীল পেয়েছে মিল
রূপসী এক কপলেতে
বাতাসে রেখেছে বাঁশি
প্রেয়সী দু'চোখে পেয়েছে অলকে প্রাণ ।।


পাহাড়ে সে যে দেখে
গরবে ঝর্ণা জলে
শুধু যে ঢেউ কতো যে ঢেউ
ভেঙেছে হায় দেখে না কেউ
তবু সে কথা যে বলে
হারানো সাগরে তুলেছে বিরহী তান ।।