শিল্পী চোখের কল্পনায়
মুগ্ধ হয়েছি দেখে তোমায়
তুমি নীল ধ্রুবতারা হয়ে
দিয়েছো হৃদয় ভরে আলোয় ।।
তোমায় নিয়ে কবিতা লেখার
ভাষা নেই তো আমার
তোমার রূপের গজল গাওয়ার
সুর নেই তো আমার
তাই তো দুটি হাতের ছোঁয়ায়
মাটির পুতুল আমি গড়ি ।।
চোখের দেখা দেখিনি তোমায়
তাতে কি এসে যায়
হৃদয় নামের চোখের তারায়
দেখেছি যে তোমায়
তাই তো দুটি হাতের ছোঁয়ায়
স্মৃতির পুতুল গড়ে রাখি ।।