শিল্পী আমিতো নই, তবুও এসেছি আজ
শোনাতে যে গান এই জলসায়
ক্ষমা করে দিও মোরে ভুল যদি হয়ে যায় ।।


জীবনের সংগ্রামে হারজিত কিছু নয়
সুখ দুখ পিছু ফেলে পথ চলে যেতে হয়
তাই আমি আপনারে ভাবি না তো অসহায় ।।


চিরদিনই থাকি যেনো তোমাদেরই মাঝে
তোমাদেরই সুর যেনো মোর গানে বাজে
ভালোবেসে অন্তরে ধরে রেখো আমায় ।।