সে যে তার দু'চোখ দিয়ে
এ মন আমার ছুঁয়ে গিয়েছে
এ মনের যতো কথা সে জেনে নিয়েছে
যতো কথা জেনে নিয়েছে ।।


এখন আর এ মন আমার
কেমন করে ধরে রাখি
বলো কোন লজ্জা দিয়ে
হৃদয় আমার ঢাকি
সে যে কোন চঞ্চলতায়
এ মন আমার দুলিয়ে দিয়েছে ।।


আমি যে আপন বলে
মেনে নিলেম ওগো তারে
তারে কি দেবো আমি
আমায় উজাড় করে
সে কি কোন বৃষ্টি মায়ায়
এ মন আমায় ভুলিয়ে দিয়েছে ।।