সাত রাজার ধন দাদু আমার
আঁধার ঘরের আলো
এবার একটা মনের মতো
সঙ্গী পাওয়া গেলো
ও দাদু, তাই তো আমার চোখে এতো
খুশি ঝলোমলো ।।
মিষ্টি মিষ্টি ওই মুখ ডাগর ডাগর দুটি চোখ
দেখলে পরে একেবারে জুড়িয়ে যায় বুক
দোয়া করি সুখী হবি, হাজার বছর আয়ু পাবি
এতদিনে মনের আশা পূর্ণ যেনো হলো ।।
আয়না দাদু কাছে আয় ও দাদু, দাদ্দু ঘোড়া রায় যায়
এক্ষুনি তো যেতে হবে নীল পরীদের গাঁয়
রাজ্য জয়ে এখন যাবি, আরে ঢাল তলোয়ার সঙ্গে নিবি
রাক্ষুসীরা তোর ভয়ে যে কাঁপছে টলোমলো ।।