রোজ ভাবি লিখবো রোজ নামচা
রেখাহীন জীবনের পাই না তো মিল
হিসেবের গড়মিল অনাবিল
স্বপ্নে চোখে করে ঝিলমিল ।।


সময়ের নেই কোনো ক্লান্তি
ছুটি তাই পায়না এ মনটি
এখন তখন করে, কীযে ভাবে কীযে করে
নেই যেন ঠাঁই, নেই যেন তার মঞ্জিল ।।


এই ভুলি এই মনে পড়ছে
দিনগুলো দিন হয়ে ঝরছে
যখন তখন মন, ধরা দেয় অকারণ
ভুল করে পাই, যাই না যাই আমি কোনোদিন ।।