রাত্রি আহা চাঁদের চোখে কাজল আঁকে
চোখে বেঁধেছি গো তোমার প্রেমের ভ্রমরটাকে ।।
তাই কি প্রাণে চঞ্চলতার ঢেউ দোলে
একটি কলি অনেক সুখে চোখ মেলে
মুখের হাসি বেদের বাঁশি হয়ে যেন ডাকে ।।
আমি যেন তারই অহংকারে
সাজিয়ে নিলেম এই আমারে
মনের মতো করে ।
নিলাজ হলো পান্থ নয়ন আনমনে
মুখর হলো নিথর অলি গুঞ্জনে
চোখের নীলে অনেক মিলের ছোঁয়াকে রাখে ।।