রাত দুপুরে আলো আধারে
আসে রূপের খরিদ্দার
মন বিকে না মানুষ বিকে
এ যে কেমন হাট বাজার ।।
দূরের মানুষ কাছে এলো
আপনজনা হারিয়ে গেলো
কেঁদে কেঁদে সারা হয়ে
ঘর ছাড়া মন ঘর কি পেলো
সাধের ঝুমকা খসে পড়ে
নূপুর হলো অলঙ্কার ।।
ধনীর বড়াই ধনী লোকের
গরীব বাঁচে ইজ্জতে
নারীর হায়া স্বামী বিনে
যায়না দেয়া কারো হাতে
কোন দুনিয়ার মানুষ এরা
নাইকো জাতের বাছ বিচার ।।