রাত বলে ওগো তুমি যে আমার
সে কথা বলার অধিকার পেয়েছি
তাই তো আঁধার আলোতে চেয়েছি ।।


দু'জনার অনুরাগে হৃদয়ের গোলাপ পেয়ে
বনোতল ফুলে ফুলে নিরবে গেল ছেয়ে
এতো গান তাই তো আমি গেয়েছি ।।


প্রনয়ের তিথি ডোরে পরশে বেঁধে নিলে
মধুময় অভিসারে এ জীবন ভরে দিলে
তোমাকে ছাড়া আর কি রাত চেয়েছি ।।