পিরিতি করুম না অকালে মরুম না
যামু না নদীর কিনারায়
হায়রে ভুলুম না চোখের ইশারায় ।।


আমি কান পেতে শুনবো না তার বাঁশি
আমি সাধ করে পড়বো না প্রেম ফাঁসি
কাজ ভুলে হবো না আর উদাসী
কেউ যেন না ডাকে আমায় ।।


আমি হাত কড়া পড়বো না এই হাতে
আমি ঘুম ভোলা থাকবো না রোজ রাতে
শান্তিতে রবো আমি নিজ ঘরেতে
সে যেন দূরে চলে যায় ।।