পথ তো ফুরিয়ে যাবে, গানও হারিয়ে যাবে
অনুভবে অনুক্ষণ, পাশাপাশি দুটি মন
স্বপ্নে বিভোর রবে ।।


বনে কি কখনো এ ফাগুন হাসেনি
মনে কি কখনো ভীরু প্রেম আসেনি জাগাতে
উড়ে চলা দুটি পাখি একটি ডালে
মিলনের ছোট নীড় বাঁধবে কবে ।।


আকাশে কখনো এতো রং লাগেনি
বাতাসে কখনো এতো সুর জাগেনি আভাসে
মিথ্যে করেই বলো ভালোবাসো
সে কথাই কোনোদিন সত্যি হবে ।।