পথ যেন ফুরাতে না চায়
দূর হতে দুরে নিয়ে যায়
ভাষা হারা আশাগুলো কেঁদে ঝরে যায়
অলকে, পলকে ।।


তবু আমি যেতে যেতে
কি যে ভেবে পিছু ফিরে চাই
সারাক্ষণ অকারণ
পাওয়া না পাওয়ার হিসাব মিলাই
প্রশ্ন করি আমাকে, আমি কে? ।


আঁধারের স্বরলিপি
আলোকেতে শুধু মিশে যায়
নিরাশার পাখিটা
চাওয়া না চাওয়ার গভীর ব্যথায়
পথ যে কবে ফুরাবে, জানি নে ।।